টানা ৭ দিন কালোজিরা খেলে কি হয়
আপনি কি জানেন কালোজিরা খেলে কি হয় ? নিয়ম মত কালোজিরা খেলে আপনার কি কি উপকার
হবে ? আপনি হয়তো জানান না যে, কালোজিরা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে ।
কালোজিরা জন্য খুবই উপকারী । কালোজিরা বিভিন্ন রোগের উপসম হিসাবে কাজ করে ।
কালোজিরা আমাদের অনেক রোগ থেকে রক্ষা করে । আমরা সকলেই জানি যে কালোজিরা
একটি মহা ঔষধ। কালোজিরার কোন ক্ষতিকর দিক নেই কিন্তু এর উপকারের দিকটা অনেক ।
আপনি কি নিয়মিত কালোজিরা খান ? না খেলে আসা করি এই পোস্ট টি পড়ে আজ থেকে নিয়মিত
কালোজিরা খাবেন ।
পেজ সূচিপত্র ঃ টানা ৭ দিন কালোজিরা খেলে কি হয়
- টানা ৭ দিন কালোজিরা খেলে কি হয়
- ব্রন এর জন্য কি কালোজিরা খাওয়া যাই
- কালোজিরা খেলে কি চুলপড়া কমে
- ব্যথার জন্য কালোজিরা
- সর্দি কাশির জন্য কালোজিরা
- মাথা ব্যথার জন্য কালোজিরা
- রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য কালোজিরা
- ডায়াবেটিস রোগীদের জন্য কালোজিরার উপকারীতা
- দৈনন্দিন জীবনে যেসব উপায়ে কালো জিরা খাওয়া যায়
- আমার মন্তব্য
টানা ৭ দিন কালোজিরা খেলে কি হয়
টানা ৭ দিন কালোজিরা খেলে আপনার শরীরের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
নিয়মিত কালোজিরা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার রক্তচাপ
স্বাভাবিক থাকবে, ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী, কালোজিরার তেল মাথা
ব্যথা শরীর ব্যথার জন্য খুবই উপকারী। এই কালোজিরা জ্বর, সর্দি, কাশির জন্যও
ব্যবহার হয়ে থাকে। এ জন্যই কালোজিরা কে মহা ঔষধ বলা হয়।
ব্রন এর জন্য কি কালোজিরা খাওয়া যাই
ব্রণের জন্য কালোজিরা খুব উপকারী। ব্রণ একটি ভাইরাস জনিত রোগ। কালোজিরায়
রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন । যা ব্রণ দূর করতে সাহায্য করে। নিয়মিত
কালোজিরা খেলে এই ভাইরাস সহজে আক্রমণ করতে পারে না। কালোজিরার তেল ব্রণের জন্য
খুবই উপকারী। কালোজিরার তেল ব্রণের স্থানে লাগালে ব্রণ দূর হয়ে যায়।
কালোজিরা খেলে কি চুলপড়া কমে
যাদের চুল পরার সমস্যা তাদের জন্য এই কালোজিরা খুবই উপকারী । কালোজিরায় থাকে
প্রোটিন এবং এন্টিঅক্সিজেন। নিয়মিত কালোজিরা খেলে মাথার চুল পড়া কমে যাবে।
মাথায় নতুন চুল গজাতে শুরু করবে। কালোজিরা তেল চুলে দিলে চুল মজবুত হয়।
তাই নিয়মিত কালোজিরা খেতে হবে। মাথায় কালো জিরা তেল ব্যবহার করলে মাথা ব্যথা
কমে। কালোজিরার তেল মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে।
ব্যথার জন্য কালোজিরা
কালোজিরার তেল ব্যথার জন্য খুবই উপকারী। সকল প্রকার ব্যথার জন্য কালোজিরার তেল
ব্যবহার করুন। যেমনঃ হাতে-পায়ে ব্যথা, মাজা ব্যাথা, বুক ব্যথা, বাতের ব্যথা
ইত্যাদি। কালোজিরার তেল হালকা কুসুম গরম করে ব্যথার স্থানে ব্যবহার করুন
। ব্যথার স্থানে তেল দিয়ে হালকা একটু মালিশ করুন। দেখবেন আপনার ব্যথা দূর
হয়ে গেছে ।
সর্দি কাশির জন্য কালোজিরা
সর্দি কাশির জন্য কালোজিরার তেল ব্যবহার করুন। সর্দি কাশির জন্য কালোজিরার তেল ও
সমপরিমাণ মধু সেবন করুন। গরম চায়ের সাথে কালোজিরার তেল ও মধু সেবন
করুন। কালোজিরা চিবিয়েও খেতে পারেন।
মাথা ব্যথার জন্য কালোজিরা
মাথা ব্যথার জন্য হালকা কুসুম গরম কালোজিরার তেল কপালে লাগিয়ে হালকা ম্যাসাজের
সাথে ব্যবহার করুন। যাদের প্রচুর মাথা ব্যথা হয় তাদের জন্য কালোজিরা উত্তম।
সাধারণ কালোজিরার তেল মাথাই ব্যবহার করুন। আপনার মাথা ঠান্ডা থাকবে আর মাথা
ব্যথা কম হবে।
রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য কালোজিরা
কালোজিরা আপনার রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। কালোজিরা নিয়মিত
সেবনের ফলে আপনার রক্তচাপ স্বাভাবিক থাকবে। রক্তচাপ স্বাভাবিক থাকলে হৃদরোগের
আশঙ্কা কমে যায়। যাদের হার্টের সমস্যা তারা চাইলে নিয়মিত কালোজিরা সেবন
করতে পারেন।
ডায়াবেটিস রোগীদের জন্য কালোজিরার উপকারীতা
কালোজিরায় রয়েছে অ্যান্টি-ডাইবেটিক উপাদান। যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই
উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য রক্তচাপ স্বাভাবিক রাখা খুবই প্রয়োজন। আর এ
কালোজিরা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। আমরা জানি যে ডায়াবেটিস হলো
সকল রোগের মূল। আর এই ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ করতে নিয়মিত কালোজিরা সেবন
করতে হবে।
দৈনন্দিন জীবনে যেসব উপায়ে কালো জিরা খাওয়া যায়
আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাবে কালোজিরা খেয়ে থাকি। যেমন তরকারির মাধ্যমে,
বিভিন্ন খাবারের মাধ্যমে আমরা নিয়মিত কালোজিরা খাই। বিভিন্ন খাবারের স্বাদ
বাড়াতে কালোজিরা সাহায্য করে। কিন্তু কালোজিরা যে মহা ঔষধ এটা খুব কম মানুষ
জানে। কালোজিরা ও কালোজিরার তেল ব্যবহার করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া
যায়। যেমনঃ ব্রণ কমে, চুল পাড়া কমে, মাথার ব্যথা কমে, কাশি কমে, রক্ত চাপ
স্বাভাবিক রাখে ইত্যাদি। তাই নিয়মিত আমাদের কালোজিরা সেবন করতে হবে ।
আমার মন্তব্য
আশা করি আমার এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অথবা ভালো না
লাগে তাহলে মন্তব্য করুন বা comment করুন। যদি কিছু জানার থাকে অথবা আমাদের
সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ সমূহের লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে
যোগাযোগ করতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url